Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বার্ষিক ক্রীড়া কর্মসূচি/২০২২-২০২৩ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিস, কুমিল্লা কর্তৃক আয়োজিত চৌদ্দগ্রাম উপজেলায় বালক-বালিকাদের এ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে ০১/০২/২০২৩ তারিখ
বিস্তারিত

চৌদ্দগ্রাম উপজেলায় এ্যাথলেটিক্স ও  গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩

­

উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাতিসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী ০১/০২/২০২৩ইং বুধবার সকাল ৯.৩০ টায় বালক-বালিকাদের অংশগ্রহণে এ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতা অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগি ছাত্র-ছাত্রীদের নামের তালিকা (প্রতিষ্ঠানের প্যাডে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত) আগামী ৩১/০১/২০২৩ইং তারিখের মধ্যে কুমিল্লা জেলা ক্রীড়া অফিসারের কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হল।

এ্যাথলোটিক্স প্রতিযোগিতার নিয়মাবলী:

ক্র:নং

বিভাগ

ইভেন্টসমূহ

০১.

বালক (বড়) ৯ম-১০ম শ্রেণী

ক) ১০০ মিঃ দৌড় খ) ২০০ মিঃ দৌড় গ) দীর্ঘ লাফ ঘ) উচ্চ লাফ

০২.

বালিকা (বড়) ৯ম-১০ম শ্রেণী

ক) ১০০ মিঃ দৌড় খ) ২০০ মিঃ দৌড় গ) দীর্ঘ লাফ ঘ) উচ্চ লাফ

০৩.

বালক (ছোট) ৬ষ্ঠ-৮ম শ্রেণী

ক) ১০০ মিঃ দৌড় খ) মোরগ লড়াই গ) দীর্ঘ লাফ ঘ) উচ্চ লাফ

০৪.

বালিকা (ছোট) ৬ষ্ঠ-৮ম শ্রেণী

ক) ১০০ মিঃ দৌড় খ) দড়ি লাফ গ) দীর্ঘ লাফ ঘ) উচ্চ লাফ


০২। একজন প্রতিযোগী সবোর্চ্চ ০২ টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।

০৩। প্রত্যেক খেলোয়াড়কে সকাল ৯:৩০ মিনিটে বাতিসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রির্পোট করতে হবে। খেলোয়াড়ী পোষাক ব্যাতীত কোন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে না। দড়ি লাফ ইভেন্টের প্রতিযোগিদের দড়ি সাথে আনতে হবে।

০৪। প্রত্যেক বিদ্যালয়ের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীসহ সহকারী শিক্ষক (ক্রীড়া) যথাসময়ে উপস্থিত থাকবেন।


          তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, ক্রীড়া প্রতিভার বিকাশ ও অন্বেষণ কার্যক্রমকে বেগবান করাসহ নতুন খেলোয়াড় সৃষ্টির এ উদ্যোগকে সফল করার লক্ষে আপনার প্রতিষ্ঠানের অংশগ্রহণপূর্বক সহযোগিতা কামনা করছি।

ডাউনলোড
প্রকাশের তারিখ
19/01/2023
আর্কাইভ তারিখ
02/02/2023