প্রেস বিজ্ঞপ্তি
জেলা ক্রীড়া অফিস কুমিল্লার আয়োজনে চান্দিনা উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘ গল্লাই ইসমাইল দাখিল মাদরাসা পুকুরে বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে গত ১৫/০২/২০২৪খ্রি. তারিখ হতে সাঁতার প্রশিক্ষন শুরু হয়ে ১৫/৩/২০২৪ তারিখ সম্পন্ন হয়েছে । জনাব মাওলানা মোঃ আঃ বাতেন, সুপার, গল্লাই ইসমাইল দাখিল মাদরাসা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা জনাব মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া । প্রধান অতিথি বক্তব্যে বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নদীমাতৃক বাংলাদেশে
তৃণমূল পর্যায়ে সাঁতারের প্রসার ও ক্রীড়া প্রতিভার বিকাশের লক্ষে এধরনের প্রশিক্ষণ দক্ষ খেলোয়াড় গঠন করবে। সভাপতি বক্তব্যে মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে ক্রীড়ায় সকলকে উদ্বুদ্ধকরণ ও উৎসাহ প্রদান করা প্রয়োজন। সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ কোচ জনাব দীনউল ইসলাম,জনাব মোঃ ফজলুল হক, অফিস সহকারী (অবঃ প্রাপ্ত), জেলা ক্রীড়া অফিস কুমিল্লা, জনাব মোঃ ফরহাদ হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, জেলা ক্রীড়া অফিস, কুমিল্লা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস