প্রেস বিজ্ঞপ্তি
জেলা ক্রীড়া অফিস কুমিল্লার আয়োজনে কাবাডি প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২৪ এর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘গৌরিপুর ইউনিয়ন সংলগ্ন’ মাঠে বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ০৪/০২/২০২৪খ্রি. তারিখ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসার, কুমিল্লা জনাব মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মেঃ আরফাতুল আলম উপজেলা নির্বাহী অফিসার, দাউদকান্দি, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এ কে এম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দাউদকান্দি, জনাব মোঃ নোমান মিয়া সরকার, চেয়ারম্যান, গৌরিপুর ইউনিয়ন পরিষদ, এবং জনাব মোঃ খোরশেদ আলম সাধারন সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, দাউদকান্দি, কুমিল্লা। প্রধান অতিথি বক্তব্যে বলেন স্মার্ট বাংলাদেশ নির্মানে সুস্থ জাতি গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করা অত্যন্ত জরুরী। ছেলেমেয়েের খেলাধুলায় সম্পৃক্ত করনে সকলকে কাজ করতে হবে। সভাপতি বক্তব্যে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও ক্রীড়া প্রতিভার বিকাশের লক্ষে এধরনের প্রতিযোগিতায় সকলের অংশগ্রহণের আহবান জানান। কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ জনাব মোঃ ফজলুল হক, অফিস সহকারী (অবঃ প্রাপ্ত), জেলা ক্রীড়া অফিস কুমিল্লা, জনাব মোঃ ফরহাদ হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, জেলা ক্রীড়া অফিস, কুমিল্লা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস